অভ্যন্তরীণ ডেস্ক
নিলফামারী জেলার জলঢকা উপজেলার রিজু ফকির (২০)। সে ইন্টারমেডিয়েট পাস করে আর পড়ালেখা করতে পারছে না। কারণ সে বর্তমানে একটি জটিল রোগে আক্রান্ত। বর্তমানে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেলের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের ৭নং ওয়ার্ডের ২৭নং বিছানায় চিকিৎসাধীন রয়েছে। প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ড. আহম্মেদ সিরাজী বলেন, এই রোগের নাম হচ্ছে “জযরহড়ংঢ়ড়ৎরড়ফরড়ংরং” এটি একটি ঝঁনয়ঁঃরহরড়ঁং ঋঁহমবষ উরবধংবং সোহরাওয়ার্দী মেডিকেলে এই রোগের প্রথম রোগী সে। শ্বাসনালী প্রায় বন্ধ হয়ে গেছে। দেহের বিভিন্ন অঙ্গে প্রায় ৯টির মতো টিউমার আছে। এগুলো তিন ধাপে অস্ত্রোপচার করতে হবে। এই রোগ নির্মূল করতে দীর্ঘমেয়াদী চিকিৎসা চালিয়ে যেতে হবে। এতে লাখ লাখ টাকার প্রয়োজন। দরিদ্র পরিবারের সন্তান রিজু। তার বাবা আইয়ুব ফকির ও মা কুলছুমা বেগম সন্তানের চিকিৎসার জন্য গরু, গয়নাসহ সহায়-সম্বল বিক্রি করেও চিকিৎসা করাতে পারছেন না। তাই বাধ্য হয়ে সমাজের দানশীল, হৃদয়বান, ধনবানদের ছেলের চিকিৎসায় সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা-
মাসুদ আলম, সঞ্চয়ী হিসাব নং-২৯৬ (স্টুডেন্ট অ্যাকাউন্ট), ইসলামী ব্যাংক বাংলাদেশ লি., মোবাইল : ০১৭৩৭২৪৬৭৪২ (বিকাশ)।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন