শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ময়মনসিংহের সাংবাদিকদের মতবিনিময় সভায় নবাগত এসপি

‘পুলিশের চাকরিকে আমি চাকরি মনে করি না’

ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২০, ৭:৩৬ পিএম

ময়মনসিংহে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান বলেছেন, আমি কথায় নয়, কাজের মাধ্যমে আমার পরিচয় দিতে চাই। তিনি আরো বলেন, তিনটি চাকরিকে আমি চাকরি মনে করি না। এগুলো হল-পুলিশ, সাংবাদিক ও চিকিৎসক। এই চাকরি গুলোকে আমি সেবামূলক পেশা বলেই মনে করি। কারণ এ পেশাগুলো বেশির ভাগ জনগণের সাথে সরাসরি সম্পর্ক যুক্ত। আমি পুলিশ হিসাবে নিজেকে সেবক মনে করি।

বুধবার সকালে ময়মনসিংহ পুলিশ লাইন্স দরবার হলে ময়মনসিংহের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেল শাকের আহমেদ, সদর সার্কেল আল আমিন, কোতোয়ালী ওসি মাহমুদুল ইসলাম, টিআই সৈয়দ মাহবুবুল রহমান, ডিবি ওসি শাহ কামাল আকন্দ প্রমূখ।

এ সময় এসপি আহমার আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে চলতে চাই। আমি মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা ডেক্স করার চেষ্টা করবো। মাদক নির্মূলে অন্যমাত্রায় কাজ করতে চাই। মাদক ব্যবসায়ী কারও কোন পরিচয় নিয়ে আমি সংকিত হতে চাই না। এ জন্য সাংবাদিকদের সহযোগীতা কামনা করছি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন