সেনবাগ (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা
সেনবাগ উপজেলা ছাতারপাইয়ায় ইউনিয়নের খাজুরিয়ায় গতকাল সোমবার সদ্দার পাড়া নুরানী অটো রাইচ মিলে প্লাস্টিকের বস্তা বিরোধী এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় রাইচ মিল মালিককে ৩০ হাজার টাকার জরিমানা ও অবৈধভাবে মজুদ করা ১৫ লাখ টাকার প্লাস্টিকের বস্তা জব্দ করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ন্সেহাশীষ দাস। এ সময় তার সঙ্গে ছিলেন- পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক আঃ রহিম মজুমদার। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে- পণ্য পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০-এর ৪ ধারা মোতাবেক চালের বস্তায় প্লাস্টিক মোড়ক ব্যবহার করার অপরাধে নুরানী রাইচ মিলের মালিককে নগদ ৩০ (ত্রিশ হাজার টাকা) জরিমানা এবং উক্ত কারখানায় আরো বত্রিশ হাজার খালি প্লাস্টিক বস্তা মজুদ রাখায় যার (আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা) মজুদকৃত বস্তা জব্দ করা হয়। পরে দুপুরে সেনবাগ উপজেলা পরিষদের সামনে জব্দকৃত বস্তাগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু হাসান সিদ্দিক, পুলিশসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন