বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

নাটোরে ডলারসহ যুবক গ্রেফতার

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

৮০ হাজার আমেরিকান ডলারসহ দুই যুবককে গ্রেফতার করেছে নাটোরের গোয়েন্দা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে তাদেরকে নাটোর থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত দুই যুবক হচ্ছে ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা থানাধীন আলমপুর গ্রামের তোতা মিয়ার ছেলে মঈন উদ্দিন (২৭) এবং মৃত ফরিদ আহমেদের ছেলে রাসেল মিয়া ( ২৫)। গত বৃহস্পতিবার রাতে পুলিশ সুপারের কার্যালয়ে এ ব্যাপারে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার সোনামসজিদ স্থল বন্দর দিয়ে ৩১ ডিসেম্বর ভারত গমন করে ঐ দু’জন বৃহস্পতিবার দেশে ফিরে আসেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে বিকেল সাড়ে ৪ টার দিকে ঢাকাগামী যাত্রীবাহী বাস থেকে তাদেরকে আটক করে গোয়েন্দা পুলিশ। শহরের বনবেলঘরিয়া বাইপাস এলাকায় তল্লাশী করে ঐ দু’জনের পায়ের সেন্ডেলের মধ্যে বিশেষ কায়দায় রাখা ১০০ ডলারের আট হাজারের নোট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৮০ হাজার ডলারের আর্থিক মূল্যমান বাংলাদেশী মুদ্রায় ৬৭ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত দু’জন আর্থিক মূল্যমান বেশি হওয়ায় বাংলাদেশ থেকে ইউরো নিয়ে ভারতে এবং ভারত থেকে ডলার নিয়ে বাংলাদেশে টাকায় রুপান্তর করে আসছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন