চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের উপ-নির্বাচনে ধানের শীষের প্রচারে হামলার অভিযোগ করেছে বিএনপি। বিএনপির নেতারা জানান, গতকাল শুক্রবার বোয়ালখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নবাব আলী সওদাগর বাড়ি এলাকায় এ হামলায় পাঁচ বিএনপি কর্মী আহত হয়েছেন। হামলার জন্য নৌকার সমর্থকদের দায়ী করা হয়েছে। তবে আওয়ামী লীগ নেতারা অভিযোগ অস্বীকার করেছেন। এ বিষয়ে রাতে যোগাযোগ করা হলে বোয়ালখালী থানার ওসি শেখ নেয়ামত উল্লাহ ইনকিলাবকে বলেন, হামলার কোন ঘটনা ঘটেনি। দুই পক্ষ একই সময়ে একই এলাকায় গণসংযোগে গেলে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দুই পক্ষকে সরিয়ে দিয়েছে। এ ব্যাপারে থানা কেউ অভিযোগ করেনি বলে জানান তিনি।
এ আসনে আগামী ১৩ জানুয়ারি উপ-নির্বাচন। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ নৌকার সমর্থনে গতকালও বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। ধানের শীষের প্রার্থী দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের পক্ষেও ব্যাপক গণসংযোগ চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন