শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সিলেট দক্ষিণ সুরমায় ৩ ইউপিতে আ’লীগের প্রার্থী বাছাই সম্পন্ন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২১, ৫:১৮ পিএম

ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সিলেট দক্ষিণ সুরমা উপজেলার তিনটি ইউনিয়নে তৃণমূলের ভোটে শেষ হয়েছে আওয়ামীলীগের প্রার্থী বাছাই । আজ শুক্রবার (২৪ ডিসেম্বর) স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে প্রার্থী বাছাই সম্পন্ন হয়। এতে প্রাথমিক ভাবে নৌকা প্রতিকের জন্য নির্বাচিত হয়েছেন মোল্লারগাও ইউনিয়নে জবরুল ইসলাম জগলু, তেতলী ইউনিয়নে আতিকুর রহমান আতিক ও কামালবাজার ইউনিয়নে মোঃ আব্দুর রব। তফসিল অনুযায়ী, ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দক্ষিণ সুরমা উপজেলার তিনটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১ জানুয়ারি। এ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৩ জানুয়ারি। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৬ জানুয়ারি, মনোনয়পত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল শুনানি ৭ থেকে ৯ জানুয়ারি, আপিল নিস্পত্তি ১০ থেকে ১২ জানুয়ারি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৩ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ১৪ জানুয়ারি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন