শতায়ু পেরিয়েছেন তারা দু’জনেই। বয়সের ভার কাবু তারা। কিন্তু বয়সের কাছে হার মেনেছে নৌকার প্রতি ভালোবাসা। শেষ বয়সে নৌকায় ভোট দানের সুযোগ মিস করতে চাননি তারা। সেকারনে নৌকার জয় নিশ্চিতে চলে এসেছেন ভোটকেন্দ্রে। আজ শনিবার ( ৪ সেপ্টেম্বর ) দুুপুরের আগেই দক্ষিণ সুরমার ২নং জনমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হাজির তারা। কিন্তু দুই পায়ে হাটা চলাচলের শক্তি নেই তাদের। সেকারনো স্বজনের কাঁধে ভর করে আসেন ভোট কেন্দ্রে। এদের একজন আব্দুল মান্নান। বয়স ১০৫। অপরজনের নাম ইরফান আলী। তিনিও শতায়ু। বয়স প্রায় ১০৩ বছর। এমনিতে বাড়ির বাইরে বেরই হননা। কিন্তু আজ নির্বাচনে এসেছেন নৌকায় ভোট দিতে। শতায়ু পেরুনো এ দুজন এলেও তরুণ তরতাজা কত প্রাণ আসেনি ভোট কেন্দ্রে। তাদের মনে ক্ষোভ ভোট নিয়ে। আস্থা বিশ^াসহীনতা ভোটের উপর। ভোট দিতে আসা শতায়ু পেরুনো এ দুজন উপস্থিত এক সাংবাদিককে জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি তাদের ভালোবাসা অশেষ। তারা ভক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনারও। নৌকা তাদের প্রিয় প্রতীক। সেই নৌকার জয় নিশ্চিতেই বয়সের বাঁধা পেরিয়ে ছুটে এসেছেন ভোটকেন্দ্রে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন