বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশ্বজিৎ হালদার নান্টুকে (৪৫) গুলি করে হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মামুন খানকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে জল্লা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আসামি মামুন খান একই উপজেলার জল্লা গ্রামের আকবর আলী খানের ছেলে। আজ শনিবার সকালে তাকে বরিশাল জেলহাজতে পাঠানো হয়েছে।
নান্টু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন জানান, ‘মামুন পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপনে সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’
২০১৮ সালের ২০ সেপ্টেম্বর রাতে জল্লা বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সাবেক চেয়ারম্যান নান্টুকে গুলি করে হত্যা করে অজ্ঞাত পরিচয় কয়েকজন সন্ত্রাসী। এ ঘটনায় সে সময় প্রধান আসামি রবিউল ক্রসফায়ারে নিহত হন। এছাড়া হত্যার মূল পরিকল্পনাকারী ঢাকার সন্ত্রাসী রাব্বীসহ কয়েকজনকে জেলে পাঠানো হয়। সাঈদসহ মামলার বাকি আসামিরা জামিনে রয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন