হিলিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১১ জানুয়ারি থেকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার আয়োজনে গতকাল সোমবার দুপুরে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ উপজেলা অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, পারুল নাহার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দি, ডা. নাজমুস সাইদসহ অনেকে। সভায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষে সকলের সহযোগিতা কামনা করা হয়। সে সাথে কোনো শিশুই যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে সে ব্যাপারে সকলকে সতর্ক থাকার আহবান জানানো হয়। আগামী ১১ই জানুয়ারি ৬ থেকে ১১ মাস বয়সি শিশুকে ১টি করে নিল রঙের ভিটামিন এ ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশুকে ১টি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানানো হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন