শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

রামগতিতে চিংড়ি পোনা আহরণে প্রশিক্ষণ

রামগতি (ল²ীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

ল²ীপুরের রামগতিতে প্রাকৃতিক উৎস হতে চিংড়ি পোনা আহরণে জীব বৈচিত্রের উপর ক্ষতিকর প্রভাব ও বিকল্প আয়ের উৎস সৃষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সির (জাইকা) উদ্যোগে উপজেলা মৎস্য দফতরের বাস্তবায়নে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিচালনায় ও উন্নয়ন প্রকল্পের সহায়তায় ৫ দিন ব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মোমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুচিত্র রঞ্জন দাস, ভাইস চেয়ারম্যান রাহিদ হোসেন, ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মঞ্জুর, সমবায় কর্মকর্তা আবদুস সহিদ ভূঞা, সহকারী মৎস্য কর্মকর্তা মো. কামাল হোসেনসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন