শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

লোহাগড়ায় ইয়াবাসহ যুবক গ্রেফতার

নড়াইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

নড়াইলের লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ শ’ পিচ ইয়াবাসহ রমজান মোল্যা (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার ভোরে কালনাঘাট এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার এসআই মিল্টন কুমার দেবদাস ও এসআই আতিকুজ্জামান অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার ভোরে কালনাঘাট এলাকা থেকে লোহাগড়ার কামঠানা গ্রামের মৃত উলফাত মোল্যার ছেলে রমজান মোল্যাকে গ্রেফতার করে। এ সময় তার পকেট থেকে ৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পরে রমজানের স্বীকারোক্তি মোতাবেক রমজানকে ওষুধ খাইয়ে রমজানের পেটে থাকা ৪৫০ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। লোহাগড়া থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, রমজানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন