শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

যৌতুক দাবিতে স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে অগ্নিসংযোগ স্বামী আটক

প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৬, ১২:০০ এএম

হোসেনপুর (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা

কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার অন্তর্গত কাইছমা গ্রামে স্বামী মাজহারুল ইসলামের দেয়া আগুনে দদ্ধ হয়ে স্ত্রী সুখেনা খাতুন এখন কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা নরছে। এ ঘটনায় স্বামী মাজহারুল ইসলামকে আটক করেছে পুলিশ। উপজেলার আতিরা গ্রামের দিন মজুর রিক্সা চালক কাঞ্চন আলীর মেয়ে সুখেনা খাতুনকে চার বছর আগে বিয়ে করে মাজহারুল ইসলাম। দাম্পত্য জীবনে তাদের সংসারে এক কন্যা সন্তান জন্ম গ্রহণ করে। বিয়ের সময় মেয়ের বাড়ি থেকে কিছু যৌতুক দেয়া হলেও আবার যৌতুকের জন্য প্রায়ই স্ত্রীকে নির্যাতন করত মাজহারুল ইসলাম। এরই ধারাবাহিকতায় গত রোববার স্ত্রীকে বাবার বাড়ি থেকে আরও ১৫ হাজার টাকা এনে দেয়ার জন্য চাপ সৃষ্টি করে মাজহারুল। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মাজহারুল ঘরের দরজা-জানালা বন্ধ করে স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় সুখেনার চিৎকারে বাড়ি ও আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। আগুনে দদ্ধ সুখেনা খাতুনকে প্রথমে হোসেনপুর হাসপাতালে পরে তাকে কিশোরগঞ্জ সদর ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে ডাক্তার সাকিব জানান, রোগীর অবস্থা আশঙ্কাজনক। এ ব্যাপারে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু মোল্লা জানান, এ ঘটনায় জড়িত স্বামী মাজাহারুল ইসলাকে আটক করা হয়েছে এবং তাকে কিশোরগঞ্জ কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনী ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন