চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা
পাবনার চাটমোহরে এখন ঈদের বাজার বেশ জমজমাট। চাটমোহর ছোট শহর হলেও এখানে বর্তমানে প্রতিদিনই ঈদের কেনাকাটায় ধুম পড়ে গেছে। ফুটপাত শেকে শুরু করে মাকের্টগুলোতে বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে। মার্কেটগুলো ক্রেতাদের পদচারণায় এখন মুখরিত হয়ে উঠেছে। নি¤œআয়ের মানুষ থেকে শুরু করে ধনীশ্রেণীর সকল পেশার মানুষ এখন বেশ কেনাকাটায় ব্যস্ত। তবে অপেক্ষাকৃত ধনী শ্রেণীর মানুষেরা অবশ্য জেলা শহরে ভিড় জমাচ্ছেন। তারপরও দোকানিরা প্রচ- ব্যস্ত সময় পার করছেন। ভোর থেকে শুরু করে মধ্যরাত পর্যন্তও বেচাকেনা হচ্ছে। তবে ক্রেতাদের অভিযোগ, দামটা একটু বেশি হাঁকছেন দোকানিরা। আর যেগুলো পণ্যের স্টিকারের সাথে দাম লেখা আছে সেগুলোতে কোনো দামাদামি করা যাচ্ছে না। ক্রেতাদের অভিযোগ, দোকানিরা ইচ্ছামত দাম লিখে রাখছেন। পোশাকের দোকানগুলোতেই এই অবস্থা বেশি দেখা যাচ্ছে। চাটমোহর শহরের দোকানগুলোতে দেশীয় পোশাকের পাশাপাশি ভারতীয় পোশাকে সয়লাব। ভারত হতে চোরাইপথে অহরহ তৈরি পোশাক ঢুকছে চাটমোহরের বাজারগুলোতে। চাটমোহর শহর ছাড়াও উপজেলার মধ্যে রেলবাজার, কাটাখালী, আটলংকা, মহেলা বাজার, ছাইকোলাসহ বিভিন্ন গ্রাম এলাকার দোকানগুলোতেও কেনাবেচা ভালো হচ্ছে। সব মিলিয়ে চাটমোহরে ঈদের বাজার বেশ জমজমাট। তবে ক্রেতাসাধারণ মানুষের মধ্যে ছিনতাইয়ের ভয় বিরাজ করছে। অনেকে রাতে বাজার করে ফিরতে ছিনতাইয়ের কবলে পড়তে পারেন বলে আতঙ্ক বিরাজ করছে। এ অবস্থায় চাটমোহরের বিভিন্ন সড়কে পুলিশি টহল জোরদার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানানো হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন