চট্টগ্রাম ব্যুরো
নগরীর বাকলিয়া থানার রসুলবাগ আবাসিক এলাকায় এক প্রবাসীর স্ত্রীকে হত্যার দায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। একই রায়ে আসামিদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক কাজী মহিতুল হক এনাম চৌধুরী এ রায় দেন। দ-িতরা হলেন শহীদুল ইসলাম ওরফে ইলিয়াস ও আব্দুল হান্নান। তারা দুই জনেই পলাতক আছেন। আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট আইয়ুব খান বলেন, আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন। আদালত সূত্রে জানা গেছে, নগরীর বাকলিয়া থানার রসুলবাগ আবাসিক এলাকায় নিজ বাসায় থাকতেন ওই প্রবাসীর স্ত্রী খতিজা বেগম। ২০১২ সালের ১৭ ফেব্রুয়ারী টাকা-পয়সা মোবাইলের লোভে টাইলস মিস্ত্রিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খতিজাকে খুন করে। ওইসময় তাদের বাসায় টাইলস লাগানোর কাজ চলছিল। ঘটনার দিন নিহত খতিজার ভাই মো. ইউনুস বাদি হয়ে ৫ টাইলস মিস্ত্রি শহীদুল ইসলাম, আব্দুল হান্নান, কালু, খোকন ও নিশানকে আসামি করে মামলা করেন। তদন্তের পর একই বছরের ২৩ নভেম্বর মামলার চার্জশিট দেয়া হয়। চার্জশিট থেকে মামলার এজহারভুক্ত আসামি খোকনের নাম বাদ যায়। অভিযোগপত্র আমলে নিয়ে ২০১৫ সালের ১৮ অক্টোবর মামলার চার্জগঠন করা হয়। ২০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে শহীদুল ইসলাম ও আব্দুল হান্নানকে যাবজ্জীবন কারাদ- ও ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। কালুকে রায়ে খালাস দেয়া হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন