মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা
টাঙ্গাইলের মির্জাপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গতকাল মঙ্গলবার ২৮ হাজার অতি দরিদ্রদের মধ্যে ২০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ শুরু হয়েছে। উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে সর্বমোট ৫শ’ ৬০ মেট্রিক টন চাল বিতরণ করা হচ্ছে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে জানিয়েছেন। সূত্র জানান, পবিত্র ঈদুল ফিতরে অতি দরিদ্রগন যেন সমানভাগে ঈদের আনন্দ উপভোগ করতে পারে সেলক্ষে পৌরসভার ৯টি ওয়ার্ডে ৩ হাজার ৮১ জনকে ২০ কেজি করে প্রায় ৬২ মেট্রিক টন চাল দেয়া হবে। এছাড়া ১৪ ইউনিয়নের মধ্যে মহেড়া, জামুর্কী, ফতেপুর, বানাইল, আনাইতারা, উয়ার্শী, ভাতগ্রাম, বহুরিয়া, তরফপুর, লতিফপুর ও ভাওড়া এই ১১ ইউনিয়নের প্রত্যেকটিতে ১ হাজার ৭শ’ জনকে ২০ কেজি করে ৩শ ৭৪ মেট্রিক টন চাল দেয়া হচ্ছে। বাঁশতৈল ও আজগানা ইউনিয়নে ৩ হাজার ৬শ’ জনকে ৭২ মেট্রিক টন এবং গোড়াই ইউনিয়নে ২ হাজার ৬১২ জনের মধ্যে প্রায় ৫৩ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। মির্জাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আকতারুজ্জামান বলেন, আজ সকাল থেকে চাল বিতরণ শুরু করা হয়েছে। অতি দরিদ্ররা যাতে চাল পায় সে বিষয়ে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন