কাজিপুর (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জের কাজিপুর পয়েন্টে যমুনার পানি হু হু করে বাড়ছে। অব্যাহত পানি বৃদ্ধিতে যমুনার তীরবর্তী ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে ১০/১২ হাজার মানুষ। চরে আটকা পড়েছে ৩০০ পরিবার। গত কয়েকতিন ধরে কাজিপুরে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে বন্যানিয়ন্ত্রণ বাঁধের পূর্ব পাশের বিলচতল, নতুন মাইজবাড়ী, পলাশপুর, নতুন মেঘাই, শুভগাছা, আফানিয়া, চোরমারাসহ ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যাকবলিত ১৫টি গ্রামের প্রায় এক হাজার পরিবারের বাড়িঘরে পানি প্রবেশ করেছে। পানিবন্দি লোকজন বন্যানিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিচ্ছে। বন্যায় যমুনার পূর্ব তীরের দুর্গম তেকনী, খাসরাজবাড়ী, নাটুয়ারপাড়া, তেকানী, নিশ্চিন্তপুর, চরগিরিশ ও মনসুর নগর ইউনিয়নের চরের বসতভিটায় আটকা পড়েছে ৪ হাজার মানুষ। যমুনার পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ইছামতি নদীর পানি বেড়ে চলছে। পানি বৃদ্ধির ফলে তীরবর্তী এলাকায় ব্যাপক ভাঙন শুরু হয়েছে। ভাঙনে গত ২৪ ঘণ্টায় খাসরাজবাড়ী, চরগিরিশ, নাটুয়ারপাড়া, শুভগাছা ইউনয়নের বিভিন্ন গ্রামের ৩৫টি বাড়ি যমুনায় বিলীন হয়েছে। সিরাজগঞ্জ পানি উন্নয় বোর্ডের উপ-প্রকৌশলী জানান, যমুনার পানি হু হু করে বাড়ার সঙ্গে নদী ভাঙন দেখা দিয়েছে। ঝুঁকি এড়াতে নদীর গতিবিধি অনুযায়ী বাঁধের প্রতি কড়া নজর রাখা হয়েছে। তীব্র স্রোতে খাসরাজবাড়ীতে সবচেয়ে ঘরবাড়ি ভেঙে যাচ্ছে। খাসরাজবাড়ী ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান গোলাম রব্বানী জানান, এর ফলে ২০০ মানুষ খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন