ফুলবাড়িয়া বিদ্যানন্দ গ্রামে পল্লী বিদ্যুতের খুটির তার ছিড়ে মাটিতে পড়ে থাকা ছেঁড়া তারে জড়িয়ে আব্দুল লতিফ (৪৭) নামের এক কৃষকের মৃত্যু হয়। গত শুক্রবার জুমার পরে তার ছাগল আনতে গিয়ে আলু ক্ষেতে পড়ে থাকা খুঁটির ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মৃত্যু বরণ করেন। এলাকাবাসী জানায়, একাধিকবার এরকম তার ছিড়ে পড়ে যাওয়ার ঘটনায় সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগকে অভিযোগ করলে তারা তার পরিবর্তন না করে পুড়াতন ছেড়া তার জোড়া তালি দিয়ে দায়সাড়াভাবে কোনো রকমে কাজ করে যায়। স্থানীয়দের অভিযোগ পল্লী বিদ্যুতের দায়সাড়া কাজ করার জন্য হতদরিদ্র কৃষক আব্দুল লতিফের অকাল মৃত্যু হয়। এ ব্যাপারে ফুলবাড়িয়া থানা ওসি (তদন্ত) জহিরুল ইসলাম মুন্না বলেন, কৃষক আব্দুল লতিফ বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় তার স্ত্রী নাজমা আক্তার বাদী হয়ে অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন