শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

কুমারিত্ব প্রতিস্থাপন লন্ডনের ক্লিনিকে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

যুবতীদের ‘কুমারিত্ব ফেরানোর’ অপারেশনের মাধ্যমে ব্রিটেনে এক শ্রেণির চিকিৎসক হাজার হাজার পাউন্ড আয় করছেন। এমন অপারেশনে জড়িত কমপক্ষে ২২টি বেসরকারি ক্লিনিক। সেখানে এমন অপারেশন করিয়ে যুবতীরা কুমারী হিসেবে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন। এসব যুবতীর বেশির ভাগই মধ্যপ্রাচ্য ও এশিয়ার। তার মধ্যে আবার মুসলিম যুবতীর সংখ্যা বেশি। এ খবর দিয়ে লন্ডনের অনলাইন ডেইলি মেইল বলছে, হাইমেনোপ্লাস্টি নামের ওই অপারেশনের মাধ্যমে যুবতীরা তাদের প্রজননতন্ত্রের ভিতরে একটি কৃত্রিম পর্দা স্থাপন করান, যাতে বিয়ের রাতে তারা নিজেদেরকে ‘খাঁটি’ বা কুমারী হিসেবে প্রমাণ দিতে পারেন। এ প্রক্রিয়া ‘হাইমেন রিপেয়ার’ হিসেবেই বেশি পরিচিত। লোকাল এনেস্থেসিয়ার মাধ্যমে এক ঘন্টারও কম সময়ে এই অপারেশন করা হয়। অনুসন্ধানে দেখা গেছে, কমপক্ষে ২২টি বেসরকারি ক্লিনিকে এই অপারেশন করানো হয়। এর মধ্যে বেশির ভাগই লন্ডনে। তারা ছোট্ট অপারেশনের সুপারিশ করে। এই অপারেশনের মাধ্যমে হাইমেন বা সতীচ্ছদ পুনঃস্থাপন করা হয়। অনেক ক্ষেত্রে সতীচ্ছদের প্রমাণ না থাকায় বিয়ে ভেঙে গেছে বলে ওই রিপোর্টে উল্লেখ করা হয়। বেসরকারি ক্লিনিকে এমন অপারেশনে খরচ লেগে যায় ৩০০০ পাউন্ড পর্যন্ত। সেখান থেকে রোগিদের মাধ্যমে প্রচারণা চালানো হয়। বলা হয়, এই অপারেশনে একজন যুবতীকে ‘নির্দোষী’ বানিয়ে দিতে পারে। এবং তাতে জীবন শতভাগ নিরাপদ হয়।
সানডে টাইমস।

 

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন