শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

সুন্দরগঞ্জে কমিউনিটি ক্লিনিকে মিলছে না কাক্সিক্ষত সেবা

প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা

সুন্দরগঞ্জ উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলো থেকে কাক্সিক্ষত স্বাস্থ্যসেবা পাচ্ছেন না সাধারণ মানুষ। জানা গেছে, পল্লী অঞ্চলে সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করণের লক্ষ্যে ১৯৯৬ সালে সরকার উপজেলায় ৬১টি কমিউনিটি ক্লিনিক স্থাপন করেন। স্থাপনের পর ক্লিনিকগুলো থেকে সাধারণ মানুষ চিকিৎসাসেবা পেতে শুরু করলেও সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে ইতোমধ্যে ২টি ক্লিনিক নদীগর্ভে বিলীন হয় এবং ১২টি বন্ধ ঘোষণা করা হয়। বর্তমানে যেগুলো চালু রয়েছে সেগুলোতে প্রয়োজনীয় ওষুধপত্র না থাকায় কর্তব্যরত কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডারগণ (সিএইচসিপি) কর্মস্থলে না থেকে বাসায় বসে সময় কাটাচ্ছেন। এতে করে পল্লী অঞ্চলের মানুষ স্বাস্থ্যসেবা নিতে গিয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। এছাড়া ক্লিনিকগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করায় অনেকে ক্লিনিকমুখী হতে চাচ্ছে না। এ অবস্থা চলতে থাকায় ক্লিনিকগুলো মাসে ২/১ দিন ছাড়া খোলা হচ্ছে না। গবাদিপশুর চারণ ভূমি হিসেবে এর চত্বরগুলো ব্যবহার হচ্ছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা আব্দুর রশিদ মৃধা জানান, ক্লিনিকগুলো সচল রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে রিপোর্ট প্রেরণ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন