বানারীপাড়া (বরিশাল) উপজেলা সংবাদদাতা
বানারীপাড়ায় সৈয়দকাঠি ও সলিয়াবাকপুরের পর এবার বাইশারী ইউনিয়নে হতদরিদ্র ভিজিডি কার্ডধারী ও জেলেদের জন্য বরাদ্দের চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার দুপুরে ১১৩ জন জেলের মাঝে ৪০ কেজি চালের স্থলে ২ কেজি কম ৩৮ কেজি করে বিতরণ করা হয়। এ সময় জেলেদের কাছ থেকে চালের বিপরীতে কার্ড প্রতি ৫০ টাকা করে আদায় করা হয়। অর্থ আদায় ও ওজনে চাল কম দেয়ায় ক্ষুব্ধ হয়ে জেলেরা ইউনিয়ন পরিষদের সামনে বিক্ষোভ করে ট্যাগ অফিসারের দায়িত্বে থাকা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আঃ রহমানকে ধাওয়া করে। এ সময় তিনি ইউপি চেয়ারম্যানের কক্ষে দৌড়ে গিয়ে আত্মরক্ষা করেন। পরে ইউপি চেয়ারম্যান মাইনুল হাসান মহম্মদ ভবিষ্যতে কার্ডধারীরা নিজেরা গিয়ে উপজেলা খাদ্য গুদাম থেকে নিজ দায়িত্বে চাল এনে ভাগ-বাটোয়ারা করে নেবেন এ কথা বলে তাদের শান্ত করেন। এদিকে সোমবার বাইশারী ইউনিয়নে ভিজিডি কার্ডধারীদের কাছ থেকে ১শ’ টাকা করে আদায় ও ৩০ কেজির স্থলে ২ কেজি করে কম ২৮ কেজি করে বিতরণ করার অভিযোগ পাওয়া গেছে। এ প্রসঙ্গে বাইশারী ইউপি চেয়ারম্যান মাইনুল হাসান মহম্মদ জানান, ভবিষ্যতে তিনি ভিজিডি ও ভিজিএফসহ হতদরিদ্রদের জন্য সরকারের বরাদ্দের চাল বিতরণের আর কোন দায়-দায়িত্ব নেবেন না। তার এলাকার কার্ডধারীরা নিজ দায়িত্বে উপজেলা খাদ্য গুদাম থেকে চাল সংগ্রহ করে নেবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন