বুধবার, ২২ মে ২০২৪, ০৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ভারী ট্রাক চলাচলে সড়ক ভেঙে গর্তের সৃষ্টি বাড়ছে ভোগান্তি

প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে
হালকা যানবাহন চলাচলের জন্য তৈরি আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের ঘোয়াইলবাড়ীর পাশ দিয়ে দীঘিরপাড় আঞ্চলিক সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচল করায় বিভিন্ন স্থানে ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। অনেক স্থানে এসব গর্তে যানবাহন আটকা পড়ে যানজটেরও সৃষ্টি হচ্ছে। চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এলাকাবাসীর অভিযোগ, প্রতিদিন মাটি বোঝাই ওভারলোড ট্রাক চলাচল করায় দীঘিরপাড় সড়কটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে করে প্রতিদিন যেমন সড়কে ক্ষতির পরিমাণ বাড়ছে, তেমনি সাধারণ মানুষের ভোগান্তিও বৃদ্ধি পাচ্ছে। যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে মানুষের জীবন। আটকে পড়া গাড়ির শব্দে রাস্তার আশপাশের বাসা-বাড়ি, দোকানপাট, স্কুল-কলেজে বিরূপ প্রভাব পড়ছে। পথচারীরা খুব আতঙ্ক নিয়ে রাস্তায় চলাচল করছেন। এছাড়া প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। বর্তমানে সড়ক ভেঙে যে ক্ষতি হচ্ছে মেরামতেও খরচ হবে কয়েক গুণ বেশি। শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এ বি এম আজাহারুল ইসলাম সুরুজ জানান, অতিরিক্ত ওজনের ভারী যানবাহন চলাচলের জন্য দীঘিরপাড় সড়কটি তৈরি হয়নি। এলাকায় ‘নাগরা টেক্সটাইল’ নামক একটি কারখানা স্থাপন হচ্ছে। ওই কারখানা কর্তৃপক্ষ তাদের প্রজেক্টে মাটি ভরাটের জন্য অতিরিক্ত ওজনের ভারী ১০ চাকার ট্রাক দিয়ে মাটি ফেলছে। ফলে ভারী যানবাহন চলাচল করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়কটি। তিনি আরো বলেন, সড়কের বেহাল দশা দেখে আমি ভারী ট্রাক চলাচল বন্ধ করে দিয়েছিলাম। পরে কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে পুনরায় ট্রাক চলাচল শুরু করেছে। তবে কারখানা কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত সড়কে ভাঙা ইট ফেলে ঠিকঠাক করে দেবে বলে জানিয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন