ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা
ছাতক ডিগ্রী কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাছ থেকে একাদশ শ্রেণিতে জনপ্রতি ৪ হাজার ১শ’ ১৫ টাকা আদায় করছেন। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে বিভিন্ন ফি’র নামে এসব টাকা আদায় করছেন কলেজ কর্তৃপক্ষ। একাধিক শিক্ষার্থী ও অভিভাবকের সাথে কথা বলে জানা যায়, কলেজ কর্তৃপক্ষের ধার্যকৃত ৪ হাজার ১শ’ ১৫ টাকা পরিশোধ করেই একাদশ শ্রেণিতে ভর্তি হতে হয়েছে। এযাবত কলেজের ৩টি শাখায় প্রায় ৫শতাধিক ছাত্রছাত্রী ভর্তি করা হয়েছে। অতিরিক্ত ফি আদায়ের ব্যাপারে ছাতক ডিগ্রি কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ সাংবাদিকদের সাথে মোবাইলে কথা বলতে অপারগতা জানান। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে উপজেলা মফস্বল/পৌর এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের জন্যে সেশন চার্জসহ সর্বসাকুল্যে ১ হাজার টাকা ও জেলা সদর/পৌর এলাকার জন্য ২ হাজার টাকা এবং ঢাকা ব্যতীত যে কোন মেট্রোপলিটন এলাকার জন্যে সর্বোচ্চ ৩ হাজার টাকা ভর্তি ফি ধার্য করা হয়। কিন্তু বাস্তবে এ নির্দেশনা না মেনেই অতিরিক্ত ফি আদায় করছে ছাতক ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ। এ নিয়ে শিক্ষার্থীসহ অভিভাবক মহলে চরম অসন্তোষ বিরাজ করছে।
জাপার ইফতার মাহফিল
ছাতক উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। উপজেলার গোবিন্দগঞ্জে গত মঙ্গলবার আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল লেইছ কাহারের সভাপতিত্বে ও উপজেলা যুব সংহতির সভাপতি জহিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক আ.ন.ম ওহিদ কনা মিয়া, সুনামগঞ্জ জেলা কৃষক পার্টির সভাপতি আব্দুল আউয়াল, জামালগঞ্জ উপজেলা জাপার সভাপতি ফারুক আহম্মদ, দোয়ারাবাজার উপজেলা জাপার সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ হেলালী প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন