হোসেনপুর (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা এখন মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এ উপজেলায় ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সর্বত্রই মাদকের ছড়াছড়ি। সন্ধ্যার পর হাত বাড়ালেই পাওয়া যায় সর্বনাশা মাদক। উঠতি বয়সের ছেলেরা মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিলসহ মাদকের ভয়াল গ্রাসে জড়িয়ে পড়েছে স্কুল কলেজে শিক্ষার্থী ও এলাকার কতিপয় বখাটে ছেলেরা। নেশার টাকা যোগাড় করতে গিয়ে চুরি, ছিনতাই, চাঁদাবাজিসহ জড়িয়ে পড়েছে নানা ধরনের অপরাধে। আর কিছু বয়স্ক মাদক সেবক তারা ঘরে বসে কিংবা বাসায় বসে বিভিন্ন প্রকার মাদক সেবন করছেন। ফলে মাদকের করাল গ্রাসে অনেকেই গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছে। আর অনেকেরই মৃত্যুও হয়েছে। অন্যদিকে গ্রাম-গঞ্জের হাট-বাজারসহ পৌরসভার ব্যবসায়ীরা চাঁদাবাজদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে উঠেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন