চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্যরা। শুক্রবার বন্দরের নির্মাণাধীন পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, এনসিটি, সিসিটি ও কর্ণফুলী চ্যানেল পরিদর্শন করেন তারা। পতেঙ্গা টার্মিনাল পরিদর্শন শেষে তারা চট্টগ্রাম বন্দরের পাইলট ভ্যাসেল রক্ষীতে চিটাগাং বোট ক্লাব থেকে পরিদর্শন কার্যক্রম শুরু করেন।
কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলামের নেতৃত্বে পরিদর্শন টিমে রয়েছেন সদস্য রণজিৎ কুমার রায়, মাহফুজুর রহমান, এম আবদুল লতিফ, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, এসএম শাহজাদা, নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুছ ছাত্তার প্রমুখ।
এ সময় বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) ক্যাপ্টেন মহিদুল হাসান চৌধুরী, হারবার মেরিন কমডোর শফিউল বারী, চিফ হাইড্রোগ্রাফার কমান্ডার এম আরিফুর রহমান, সচিব মো. ওমর ফারুক, ডেপুটি ম্যানেজার (এস্টেট) জিল্লুর রহমান, উপ সচিব আজিজুল মওলা প্রমুখ উপস্থিত ছিলেন।
শনিবার সংসদীয় কমিটি সাগরপথে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর এলাকা পরিদর্শনের যাওয়ার কথা রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন