শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

আফগান ঘূর্ণিতে কুপোকাত প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম

আফগান ক্রিকেট সংশ্লিষ্টরা প্রায় বলেন, আফগানিস্তানে লেগ স্পিনারের অভাব নেই। উঠে আসছে আরও অনেক। সেটির খানিকটা নমুনা দেখা গেল যুব বিশ্বকাপের প্রথম ম্যাচে। আফগানিস্তান অন‚র্ধ্ব-১৯ দলের লেগ স্পিনার শফিকউল্লাহ গাফারি নিয়েছেন ৬ উইকেট। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে উড়িয়ে টুর্নামেন্ট শুরু করেছে আফগান যুবারা।

গতকাল কিম্বার্লির ডায়মন্ড ওভালে ৯.১ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৬ উইকেট নেন গাফারি। দলের আরেক রিস্ট স্পিনার, ১৫ বছর বয়সী চায়নাম্যান বোলার ন‚র আহমাদ নিয়েছেন দুটি। দক্ষিণ আফ্রিকাকে ১২৯ রানে গুটিয়ে দিয়ে আফগানরা জিতেছে ৭ উইকেটে। গাফারি বল হাতে নেওয়ার আগে খুব একটা খারাপ অবস্থা ছিল না দক্ষিণ আফ্রিকার। তৃতীয় উইকেটে ব্রাইস পারসন্স ও লুক বিউফোর্টের জুটিতে তারা এগোচ্ছিল ভালোভাবেই। ৪০ রান করা প্রোটিয়া অধিনায়ক পারসন্সকে ফিরিয়ে ৫৫ রানের জুটি ভাঙেন ন‚র। দক্ষিণ আফ্রিকার রান তখন ৩ উইকেটে ৬২। এরপর থেকেই শুরু হয়ে যায় গাফারির বোলিং জাদু। পরের ৭ উইকেটের ৬টিই তিনি নিয়েছেন একাই। তার দারুণ সব গুগলি ও সোজা ডেলিভারিই বেশি ভুগিয়েছে প্রোটিয়াদের। তার ৬ উইকেটের ৪টিই বোল্ড, ১টি এলবিডবিøউ। যুব বিশ্বকাপে আফগানিস্তানের হয়ে সেরা বোলিং কীর্তি এটিই। পেছনে পড়ে গেছে ২০১০ আসরে আফতাব আলমের ৩৩ রানে ৬ উইকেট।

দক্ষিণ আফ্রিকা : ২৯.১ ওভারে ১২৯/১০ (পারসন্স ৪০, বেউফর্ট ২৫, কোয়েটজে ৩৮; ফজল ২/৪৩, নুর ২/৪৪, গাফরি ৬/১৫)। আফগানিস্তান : ২৫ ওভারে ১৩০/৩ (ফারহান ১১, ইব্রাহিম ৫২, ইমরান ৫৭; ক্লোয়েট ২/২০, ভুরেন ১/১৪)। ফল : আফগানিস্তান ৭ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : শফিকউল্লাহ গাফরি (আফগানিস্তান)।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন