শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

দুস্থদের মাঝে চাল বিতরণে অনিয়মের অভিযোগ

প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা
মঠবাড়িয়া পৌরসভায় ঈদ উপলক্ষে দুস্থদের মাঝে ভিজিএফ কার্ডের চাল বিতরণে ওজনে কম দেয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌরসভার ৯টি ওয়ার্ডে ৪ হাজার ৬শ’ ২০ জন দুস্থদের জন্য জনপ্রতি ২০ কেজি চাল বরাদ্দ দেয়া হয়েছে। সরেজমিনে দেখা যায় কার্ডপ্রতি ২০ কেজির পরিবর্তে ১২/১৩ কেজি চাল দেয়া হচ্ছে। এ সময় ১নং ওয়ার্ডের কার্ডধারী ইউনুস বেপারী, ৫নং ওয়ার্ডের মাইনুল, দুলাল ও নাজমুল মিয়ার চাল অন্যত্র নিয়ে ওজন করে দেখা গেছে ওই চালে ২০ কেজির স্থলে ১২/১৩ কেজি চাল দেয়া হয়েছে। অভিযোগকারীরা জানান, ‘আমাদের চাউল মাইপ্পা দেয় নাই। একটা বালতি ভইরা চাউল দিয়া দেছে।’ জানা যায়, কার্ডপ্রতি ৭ কেজি হিসেবে ৩২ হাজার ৩শ’ ৪০ কেজি চাল কম দেয়া হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৯ লাখ ৭০ হাজার ২শ’ টাকা। নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নুর হোসাইন মোল্লা জানান, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী কামালের কাছে চাল কম দেয়ার কথা জানতে চাইলে কামাল বলেন, ‘আপনি গিয়ে আমার নামে মামলা করেন।’ পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল চেয়ারম্যান মঞ্জুর রহমান শিকদারের নিকট চাল কম দেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে বলেন, প্রয়োজনে ৫ কেজি করে চাল দেব, তাতে আপনাদের কি? এ ব্যাপারে পৌর মেয়র আলহাজ্ব রফিউদ্দিন আহমেদ ফেরদৌস বলেন, ঘাটতি ও পরিবহন খরচ সমন্বয় করতে ওজনে ২/১ কেজি কম দিতে পারি কিন্তু জনপ্রতি ৭ কেজি কম দেয়ার কথা আমার জানা নেই। এ ব্যাপারে তদন্ত করে দেখা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন