শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বালাগঞ্জে ইফতার মাহফিল

প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা
বালাগঞ্জ-ওসমানীনগর ওয়েলফেয়ার এসোসিয়েশন পর্তুগালের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গত বুধবার স্থানীয় বায়তুল মোকাররম মসজিদে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন পর্তুগালের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমদ। এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, রোজা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাস। এছাড়া রোজা আমাদের ধৈর্য শিক্ষা দেয়। এ শিক্ষা থেকে আমাদের সবক গ্রহণ করে প্রবাস জীবন অতিবাহিত করতে হবে। বালাগঞ্জ-ওসমানীনগর ওয়েলফেয়ার এসোসিয়েশনের আহ্বায়ক, ফরহাদ মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ খালেদ আহমদ মিনহাজের পরিচালনায় বক্তব্য রাখেন, ওলিউর রহমান চৌধুরী, হাজী লিয়াজ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আহমদ আলী, জহিরুল আলম জসিম, নজরুল ইসলাম সিকদার, সুয়েব মিয়া, কাজী এমদাদ, শাওকাত উসমান, মঈন উদ্দিন, ইউসুফ তালুকদার, হাবীব আহমদ, মুহিবুল হক হায়দার, দিলোয়ার হুসেন, কামাল আহমদ, খছরু মিয়া, জহির আহমদ, শামীম আহমদ, সিদ্দিকুর রহমান নুবেল, খালেকুজ্জামান. সাংবাদিক সেলিম উদ্দিন, নুরুল্লাহ, সোয়েব আহমদ ও রনী মুহাম্মদ প্রমুখ। দোয়া পরিচালনা করেন খতিব মাও. আবু সাইদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন