দেখে বোঝার উপায় নেই এটি একসময় পিচ ঢালাই সড়ক ছিল। গ্রামের কোনো মেঠোপথও ভাবার কারণ নেই। সড়কটি শহরের ডনোবান সরকারি বালিকা বিদ্যালয় সংলগ্ন দাসবাড়ি সড়ক। খোদ মাদারীপুর পৌর এলাকায় অবস্থিত। পৌর এলাকার অনেক সড়ক সংস্কার হলেও এ সড়কের দিকে নজন পড়েনি পৌর কর্তৃপক্ষের। এলাকাটি রয়েছে অবহেলিত। ছবি তুলে পাঠিয়েছেন আমাদের মাদারীপুর জেলা সংবাদদাতা আবুল হাসান সোহেল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন