শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বাংলাদেশকে ইনজামামের ধন্যবাদ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে পাকিস্তান সিরিজ। যে দেশে একবার গিয়েই সিরিজ খেলতে রাজি ছিল না বাংলাদেশ, দফায় দফায় আলোচনার ফলস্বরূপ শুধু একবার নয়, তিন-তিনবার পাকিস্তানে গিয়ে ভেঙে ভেঙে ওয়ানডে, টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলতে রাজি হয়েছে বিসিবি। ফলে বাংলাদেশের স্তুতি গাওয়া শুরু হয়েছে সে দেশে। এবার বাংলাদেশের প্রশংসায় যোগ দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক।

নিজের ইউটিউব চ্যানেল ‘দ্য ম্যাচ উইনার’-এ আসন্ন বাংলাদেশ-পাকিস্তান সিরিজ সম্পর্কে আলোচনা করতে গিয়ে শুরুতেই বাংলাদেশ ও বিসিবির প্রতি কৃতজ্ঞতা জানান ইনজামাম, ‘প্রথমে অবশ্যই বাংলাদেশকে ধন্যবাদ জানাতে হচ্ছে। কারণ তারা পাকিস্তানে আসছে অবশেষে। পাকিস্তানের সরকার ও বোর্ড তাঁদের যে নিশ্চয়তা দিয়েছে নিরাপত্তা নিয়ে, সে নিশ্চয়তার ওপর বিশ্বাস রেখেছেন তারা। অনেক ভালো বিষয় এটি।’

তিন টি-টোয়েন্টি, দুই টেস্ট ও এক ওয়ানডে খেলতে তিনবার পাকিস্তান যাবে বাংলাদেশ, তিন মাসের মধ্যে। এ ব্যাপারটা যদিও ভালো লাগছে না ইনজামামের। তার মতে, একবারে সিরিজটা শেষ হয়ে গেলে আরও বেশি উপভোগ্য হতো ক্রিকেটারদের জন্য, দর্শকদের জন্য। তিনি বলেছেন, ‘ভাগে ভাগে ম্যাচ খেলতে আসছেন তারা। আমার মতে ভাগে ভাগে না খেলে একবারে সিরিজ খেললে ভালো হতো। তবে একটা বিষয় নিশ্চিত—পাকিস্তানের ক্রিকেটপ্রেমী মানুষের সামনে ক্রিকেট খেলতে তাঁদের অনেক ভালো লাগবে, তারা অনেক উপভোগ করবেন।’
আগামী ২৪, ২৫ ও ২৭ তারিখে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এরপর মাহমুদউল্লাহরা আরেকবার গিয়ে একটা টেস্ট খেলে আসবেন। শেষ সফরে হবে একমাত্র ওয়ানডে ও বাকি টেস্ট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন