বিক্রয়ের লক্ষ্যমাত্রা প‚রণে ব্যর্থ হওয়ায় মেঝেতে হামাগুড়ি দিতে হচ্ছে কর্মকর্তাদের। এমন দৃশ্য দেখা গেছে একটি চীনা কোম্পানিতে। ওই কোম্পানিতে কর্মরত সব ব্যবস্থাপক এবং পরিচালককে প্রতিষ্ঠানটির কর্মচারীদের সামনেই হামাগুড়ি দিতে হয়েছে। স¤প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের হামাগুড়ি দেয়ার এই দৃশ্য ভাইরাল হয়েছে। এই ঘটনা নিয়ে দেশটিতে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। ভাইরাল হওয়া একটি ফুটেজে দেখা গেছে, স্যুট-প্যান্ট পরা কর্মকর্তারা সারিবদ্ধভাবে একটি মঞ্চের সামনে দাঁড়িয়ে আছেন। সেখান থেকে এক একজন নামছেন আর চার হাত-পায়ে হামাগুড়ি দিয়ে এগিয়ে যাচ্ছেন। ভিডিওটি চীনের উত্তর-প‚র্বাঞ্চলীয় জিলিন প্রদেশের একটি রেস্তোরাঁ কোম্পানির বার্ষিক অনুষ্ঠানে ধারণ করা হয়েছে বলে জানা গেছে। ওই ঘটনার ১৫টি ভিডিও ফুটেজ চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে প্রকাশ করেছেন এক ব্লগার। তিনি জানিয়েছেন, ফুটেজগুলো ওই প্রতিষ্ঠানের কর্মচারী দাবি করা অজ্ঞাত এক ব্যক্তি তার কাছে পাঠিয়েছেন। ডেইলি মেইল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন