আফগানিস্তানের রাজধানী কাবুলে ব্রিটিশ সেনাদের গুলির এমন একটি ভিডিও প্রকাশ হয়েছে যেখানে টার্গেট করা হয়েছে দেশটির বিরোধী দল লেবার পার্টির প্রধান জেরেমি করবিনকে। এ ঘটনায় শুরু হয়েছে বিতর্ক। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ঘটনাটি ‘সম্প‚র্ণ অগ্রহণযোগ্য’। এ বিষয়ে একটি তদন্তও শুরু হয়েছে। খবর স্কাই নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ সেনারা কাবুলে অনুশীলন চালানোর সময় ভিডিওটি করা হয়। সেখানে দেখা যায় করবিনের ছবি লক্ষ্য করে গুলি চালানোর অনুশীলন করছে সেনারা। তবে সেগুলো প্রকৃত গুলি ছিল না।
স্কাই নিউজের ডিফেন্স প্রতিবেদক অ্যালিস্টার বাঙ্কল বলেছেন, অনুশীলনটি আফগানিস্তানের নিউ কাবুল কম্পাউন্ডে করা হয়েছে। যেখানে সেনারা ভিআইপিদের রক্ষার অনুশীলন চালিয়েছে। তিনি জানান, অনুশীলনে সেলিব্রেটিদের ছবিও ব্যবহার করা হয়েছে। কিন্তু ভিআইপিদের রক্ষার অনুশীলনে প্রাধান্য দেওয়া হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন