শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বেরাইদে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪২ নম্বর ওয়ার্ডের বেরাইদে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছ। এতে উভয়পক্ষের নয়জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। গত বুধবার গভীর রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

বাড্ডা থানার ওসি পারভেজ ইসলাম বলেন, কাউন্সিলর পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাড্ডা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম (লাটিম মার্কা) এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী স্থানীয় সংসদ সদস্য রহমত উল্লাহর ভাগ্নে আইয়ুব আনছার মিন্টুর (ঘুড়ি মার্কা) সমর্থকদের মধ্যে মারামারি হয়েছে। দুইপক্ষ একে অপরের আত্মীয়। তবে নির্বাচনকে ঘিরে তাদের একপক্ষ লাটিম ও অপরপক্ষ ঘুড়ি প্রতীকের পক্ষে প্রচারণা চালান। নির্বাচনী প্রচারণাকে ঘিরেই তাদের মধ্যে সংঘর্ষ হয়। বিষয়টি দুই প্রার্থীর কেউই আগে থেকে অবগত ছিলেন না। গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি বলে ওসি জানান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, আহতদের মধ্যে ঘুড়ি প্রতীকের সমর্থক হলেন- ফাতেমা, মাসুম, আসাদুল, রুবিনা, রিপন ও আজিজুল। লাটিম প্রতীকের সমর্থক হলেন- ফয়সাল, মিনহাজ ও সাইফুর রহমান।
লাটিম প্রতীকের আহত সমর্থক ফয়সাল বলেন, ঘটনার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। মজিবুর রহমান আমার সৎ চাচা। তারা আমাদের একটি বাড়ি দীর্ঘদিন ধরে দখল করে আছে। এ নিয়ে পাল্টাপাল্টি মামলা চলছে। বুধবার রাতে এ বিষয় নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে অতর্কিতভাবে তারা আমাদের বাড়িতে হামলা চালায়। এ সময় দুইপক্ষের লোকজনই আহত হয়।
ঘুড়ি প্রতীকের আহত রুবিনা বলেন, রাতে খাওয়া শেষে আমরা ঘুমিয়ে পড়ি। এ সময় লাটিম মার্কার লোকজন আমাদের বাড়িতে হামলা-ভাঙচুর করে। পরে চিৎকার শুনে প্রতিবেশীরা এসে আহতদের ঢামেক হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারীরা পালিয়ে যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন