শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

৫৭ বছর পর বার্নলির ওল্ড ট্র্যাফোর্ড জয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

মৌসুম জুড়ে উত্থান-পতনের মধ্য দিয়ে চলা ম্যানচেস্টার ইউনাইটেড ধাক্কা খেল আবারও। ইংলিশ প্রিমিয়ার লিগে এবার ঘরের মাঠে বার্নলির বিপক্ষে হেরেছে উলে গুনার সুলশারের দল। গতপরশু রাতে ওল্ড ট্র্যাফোর্ডে ২-০ গোলে হেরেছে ইউনাইটেড। শীর্ষ লিগে ১৯৬২ সালের পর ইউনাইটেডের মাঠ থেকে জয় নিয়ে ফিরল বার্নলি। গোল দুটি করেন ক্রিস উড ও জে রদ্রিগেজ।

টানা দ্বিতীয় হারে পয়েন্ট তালিকার চারে থাকা চেলসির সঙ্গে ইউনাইটেডের ব্যবধান দাঁড়িয়েছে ৬ পয়েন্ট। আগের ম্যাচে তারা লিভারপুলের কাছে হেরেছিল ২-০ গোলে। অন্যদিকে, টানা চার ম্যাচ হারের পর টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে অবনমন অঞ্চল থেকে অনেকটা উপরে উঠে এলো বার্নলি। আগের ম্যাচে তারা লেস্টার সিটিকে হারিয়েছিল ২-১ গোলে। ২৪ ম্যাচে ৯ জয় ও ৭ ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে ম্যানচেস্টারের দলটি। রাতের আরেক ম্যাচে নরিচ সিটিকে ২-১ ব্যবধানে হারানো টটেনহ্যাম হটস্পারও একই পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে আছে ষষ্ঠ স্থানে। ঘরের মাঠে ওয়েস্ট হ্যামকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়া লেস্টার সিটি ৪৮ পয়েন্ট নিয়ে আছে তিনে। ৯ জয় ও ৩ ড্রয়ে ৩০ পযেন্ট নিয়ে ১৩ নম্বরে উঠে এসেছে বার্নলি। ৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। দুই ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে লিভারপুল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন