ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে আগামী আসর থেকে দুটি দল বাড়ছে। ফলে নতুন আসরে আট দলের বদলে দশ দলের লড়াই দেখবেন ক্রিকেট ভক্তরা।
আজ সোমবার দুবাইয়ে এক নিলামের মাধ্যমে নতুন দুটি দলের মালিক ও ভারতের কোন শহরের প্রতিনিধিত্ব করবে তা নির্ধারিত হবে। দুবাইয়ে সন্ধ্যার পর অনুষ্ঠিত হবে এ নিলাম।
কয়েকদিন আগে জানা যায় আইপিএলের দল কেনার জন্য আগ্রহ দেখিয়েছে আমেরিকান কোম্পানি গ্ল্যাজার ফ্যামিলি, যারা ম্যানচেস্টার ইউনাইটেডের মালিক। এ জন্য ১০ হাজার ডলার দিয়ে টেন্ডারও কেনে তারা।
তবে শুধু টেন্ডার কিনেই বসে নেই গ্ল্যাজার ফ্যামিলি। তারা সত্যি সত্যি আইপিএলে দল কিনতে বেশ আগ্রহী। ভারতীয় সংবাদমাধ্যম এএনআই একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে আইপিএলের নিলামে অংশ নিতে দুবাইয়ে এসেছে গ্ল্যাজার ফ্যামিলি তথা ম্যানচেস্টার ইউনাইটেড। এখন যদি ব্যাচে-বলে মিলে যায় তাহলে রোনালদোর ম্যানইউ ক্রিকেটে তাদের নতুন যাত্রা শুরু করবে।
গ্ল্যাজার ফ্যামিলি/ম্যানচেস্টার ইউনাইটেডের আগ্রহের কারণে টেন্ডার বিক্রির সময় বৃদ্ধি করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কারণ তারাও চায় বিদেশী বড় কোম্পানী যুক্ত হোক আইপিএলে। এতে করে তাদের ব্র্যান্ড ভেলু আরো বাড়বে।
এবার আইপিএলের নতুন দলেন শহর হিসেবে আসামের থাকার সম্ভাবনা আছে। ভারতের ওই পাশটায় আইপিএলের কোন দল নেই। তাই এ বিষয়টি নিয়ে ক্ষোভ আছে এ অঞ্চলের মানুষদের। আসামের গুয়াহাটিতে আছে ৫০ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়াম। ফলে আসামের নামে আইপিএলের নতুন দলের দেখা মিলতেও পারে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন