শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সিসিটিভির আওতায় আসছে মেহেরপুরের ১৩ কেন্দ্রের এসএসসি-দাখিল পরীক্ষা

মেহেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২০, ২:১৮ পিএম

চলতি বছরের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষাকেন্দ্রগুলো নকলমুক্ত করতে জেলার গাংনি উপজেলার ১৩টি কেন্দ্রে সিসিটিভি স্থাপন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমান।

উপজেলার বিভিন্ন এলাকার ১৩টি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি স্থাপন করায় মেধাবী শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্বাগত জানিয়েছেন।

গাংনী উপজেলার ঐতিহ্যবাহী জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নুরানী, গাংনী পাইলট সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, চেংগাড়া সিএফএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল হেলাল, শালদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলাম, তেঁতুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বাওট সোলাইমানী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ বলেছেন, এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। এই ব্যবস্থা শিক্ষকদের দীর্ঘদিনের দাবি ছিল। ইউএনও দিলারা রহমান গাংনীবাসীর দাবি পূরণ করেছেন।

তারা আরও জানান, এ পরীক্ষাকেন্দ্রগুলোতে সিসিটিভি স্থাপনের ফলে শিক্ষকরা যেমন বিভিন্ন ঝুঁকি থেকে বাঁচবেন, তেমনি শিক্ষার্থীরাও নকলমুক্ত পরিবেশে পরীক্ষায় অংশ নিতে পারবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন