সিলেট-২ আসনের এমপি ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান বলেন, দেশ ও জাতির কল্যাণ করতে চাইলে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। আজ শিক্ষার অভাব নেই। কিন্তু কাঙ্খিত উন্নয়ন হচ্ছে না। কারণ সুশিক্ষার অভাবে সর্বাঙ্গে দুর্নীতি সয়লাভ হয়ে পড়েছে। তাই দেশের উন্নয়নের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পাশাপাশি শিক্ষার্থীরা সুশিক্ষার্জনে মনোনিবেশ করতে হবে। দেশের উন্নয়নে মাদরাসা শিক্ষার অবদান অতুলনীয়। গতকাল ওসমানীনগর হযরত শাহজালাল (রাহ.) ফাযিল মাদরাসায় এমপি মোকাব্বির খানের সম্মানে ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মোকাব্বির খান কথাগুলো বলেন।
ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান গয়াছ মিয়ার সভাপতিত্বে ও শিক্ষক নুর মোহাম্মদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেনÑ গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, আব্দুল জলিল জিলু, শাহনুরুর রহমান শানুর, রজিউর রহমান মানিক, প্রিন্সিপাল মাওলানা আমিরুল ইসলাম প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন