কাউখালী (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা
পিরোজপুরের কাউখালীতে ঈদের বাজার শেষ মুহূর্তে জমজমাট হয়ে উঠছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত মার্কেটগুলোতে কেনাকাটার ধুম লেগে রয়েছে। ক্রেতাদের ভিড়ে অধিকাংশ মার্কেটে হাঁটাচলা কঠিন। শাড়ি, কসমেটিকসের দোকানে যেমন ভিড় তেমটি শার্ট, প্যান্ট, জুতা, স্যান্ডেল এবং তৈরী পোশাকের দোকানেও লাইন দিয়ে অপেক্ষা করতে হয়। ক্রেতা মো: তারিকুল ইসলাম পান্নু জানান, এবার প্রতিটি জিনিসের দাম যেভাবে হাঁকা হচ্ছে তাতে তাদের বাজেট ফেল হয়ে যাচ্ছে অর্ধেক কেনাকাটা করতেই। ফেন্সি শাড়িঘরের স্বত্বাধিকারী তপন জানান, একটা শাড়ির দাম যেখানে ২ হাজার থেকে ২০ হাজার টাকা সেখানে যদি কোনো ক্রেতা অল্প বাজেট নিয়ে বাজারে আসে তাহলে তো বাজেট ফেল হবেই। উপজেলার তালুকদার মার্কেট, নান্দনিক ফ্যাশন, রূপালী ব্যাংক চত্বর মার্কেট, দক্ষিণ বাজার বড় মসজিদ সংলগ্ন মার্কেট, উত্তর বাজার কাপুড়িয়া পট্টি মার্কেটসহ ছোট-বড় ২০টি মার্কেট এবং ফুটপাথগুলোতে দিন-রাত কেনাকাটা চলছে। ক্রেতা-বিক্রেতা কারোরই যেন কথা বলার সময় নেই। কয়েকটি মার্কেট ঘুরে দেখা যায়, ক্রেতাদের উপচে পড়া ভিড়। ক্রেতাদের ভিড় সামলাতে দোকানিদের হিমশিম খেতে হচ্ছে। মার্কেটগুলোতে তরুণ-তরুণীদের ভিড় বেশি দেখা গেছে। তারা একটু আগেভাগে কেনাকাটা করে নিচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন