বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টা

প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক বখাটে উত্যক্তকারী ক্ষিপ্ত হয়ে দাহ্য পদার্থ দিয়ে আগুনে ঝলসে দিয়েছে গৃহবধূর শরীর। গতকাল শুক্রবার ভোরে এ ঘটনাটি ঘটে উপজেলার মধুপুর গ্রামে। পরে গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে ফায়ার সার্ভিসের লোকজন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মগটুলা ইউনিয়নের মধুপুর গ্রামের ভ্যানচালক বাচ্চু মিয়ার স্ত্রী ফাতেমা খাতুনকে প্রতিবেশী সোহরাব নামের এক লম্পট প্রায়ই উত্যক্ত করে আসছিল। ঘটনার আগের দিন রাতে সোহরাবের সাথে ফাতেমার স্বামী বাচ্চু মিয়ার কথাকাটাকাটি হয়। গতকাল শুক্রবার ভোরে সাহরির পরপর ফাতেমা প্রকৃতরি ডাকে সাড়া দিতে বাহিরে গেলে সোহরাব মিয়া তার গায়ে দাহ্য পদার্থ নিক্ষেপ করে আগুন দড়িয়ে দেয়। এতে পুড়ে যায় ফাতেমার ৮০ ভাগ শরীর। ঘটনার পর থেকে সোহরাব স্ত্রী সন্তান নিয়ে গ্রাম ছেড়ে পালিয়েছে। আহত গৃহবধ্য জানায়, তাঁদের বাড়ির পাশের দুদু মিয়ার ছেলে সোহারাব তাঁকে উত্ত্যক্ত করতো। মাঝে মধ্যে কু-প্রস্তাব দিত। ঘটনাটি তিনি সোহরাবের অভিভাবকদের জানান। এ বিষয়ে গত বৃহস্পতিবার ইফতারের পর সোহরাবের বিচার করার জন্যে তাদের (সোহরাব) উঠোনে শালিস বসে। কিন্তু সোহরাব ওই শালিসে হাজির হয়নি। গৃহবধূ আরও বলেন, সাহরির পর প্রকৃতির ডাকে সারা দিতে বাড়ির বাইরে গেলে জঙ্গলের ভেতর থেকে সোহরাব এসে তাঁর শরীরে তরল জাতীয় পদার্থ নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়। সারা শরীরে আগুন জ্বলে উঠলে তিনি পাশের একটি জলাভুমিতে পড়ে গড়াগড়ি দিতে থাকেন। স্থানীয়রা জানায়, সোহরাব এ গ্রামের নারীদের উত্ত্যক্ত করে আসছে। তার এসব কর্মকা-ে কয়েকটি সালিস হলেও সে শোধরায়নি। ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. বদরুল আলম খান বলেন, সোহারাব কে আটকের চেষ্টা চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন