বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌরসভার বিরুদ্ধে ভিজিএফের চাল কম দেয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগের ভিত্তিতে গত বুধবার সরেজমিন দেখা যায়, ১ ও ২ নং ওয়ার্ডের কার্ডধারীদের মধ্যে চাল বিতরণ করা হচ্ছে। ২ নং ওয়ার্ড কমিশনার হুমায়ুন মুন্সি জানান, আমার ৪৬৫ জন কার্ডহোল্ডারের মাল প্রায় ৫শ’ জনের মধ্যে বিতরণ করা হবে। সে জন্য কিছু কিছু কম দিয়ে সবাইকে দেয়ার ব্যবস্থা করা হয়েছে। ১ নং ওয়ার্ড কমিশনার মোশারফ হোসেন বলেন, ৪১৫ জন কার্ডহোল্ডারের জনপ্রতি ২০ কেজি করে বরাদ্দ রয়েছে। মাপে কমবেশি হতে পারে, মাল বিতরণ শেষে অতিরিক্ত মাল থাকলে সেটাও বিতরণ করা হবে। প্যানেল মেয়র অলিউর রহমান হাওলাদার জানান, ওজনে আঠারো কেজি থেকে সাড়ে আঠারো কেজি দেয়া হচ্ছে। কারণ গোডাউন থেকে যে পদ্ধতিতে মাপ দেয়া হয় তাতে মাল কম হয়। সে কারণে রিলিফের মাল সঠিকভাবে বিতরণ করা সম্ভব হয় না। মাল বিতরণকালে পৌরমেয়র এইচ এম অহিদুল ইসলাম উপস্থিত ছিলেন না। ভুক্তভোগীরা বলেন, ডিজিটাল মিটার দিয়ে মাপ দেয়ার কথা থাকলেও সেখানে ১০ লিটার পানি মাপার বালতি দিয়ে মাপ দেয়া হয়। তাতে ৮ কেজি করে ২ বালতিতে ১৬ কেজি চাল হবে বলে তারা অভিযোগ করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জিলাল হোসেন জানান, ওজনে মাল কম দেয়ার বিষয়টি জানতে পেরেছি। এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন