বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সৈয়দপুরে ব্রিজ ভেঙে বালু বোঝাই ট্রাক খালে

প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

নজির হোসেন নজু, সৈয়দপুর (নীলফামারী) থেকে
নীলফামারীর সৈয়দপুর পৌর এলাকায় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনের সড়কে পঁচানালার ব্রিজ ভেঙে দশ চাকাবিশিষ্ট বালু বোঝাই একটি ট্রাক নালায় পড়ে গেছে। গতকার শুক্রবার ভোরে এ দুর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনার পর থেকে সৈয়দপুর শহরে প্রবেশের বিকল্প ওই সড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। জানা গেছে, ঘটনার দিন ভোর রাতে দশ চাকার একটি বালু বোঝাই ট্রাক (নম্বর : চট্টগ্রাম-ট-১১-০৪৫৭) ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ ওই ব্রিজটি অতিক্রম করছিল। এ সময় বালু বোঝাই ট্রাকটি ব্রিজ ভেঙে নালায় পড়ে যায়। পরে খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ গিয়ে ট্রাক চালক মো. রবিউল ইসলাম (৫০) থানায় নিয়ে আসে। তার বাড়ি চুয়াডাঙ্গা বাগান এলাকায়। ট্রাক চালক রবিউল ইসলাম বলেন, তিনি পঞ্চপড়ের ভজনপুর থেকে ট্রাকে বালু বোঝাই করে চুয়াডাঙ্গায় যাচ্ছিলেন। মূল সড়ক হয়ে না গিয়ে তিনি বিকল্প সড়ক দিয়ে সৈয়দপুর শহর হয়ে যাচ্ছিলেন। আর ওই সড়কের ব্রিজটি যে এতো জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ছিল সেটি আমার জানা ছিল না। তিনি জানান, ভোরে ট্রাক নিয়ে ব্রিজে ওঠার সঙ্গে সঙ্গে বালু বোঝাই ট্রাকসহ ব্রিজটি ভেঙে পড়ে। তবে তিনি ও তার সহকারী (হেলপার) কেউ আহত হননি। খোঁজ নিয়ে জানা গেছে, সৈয়দপুর শহরের পূর্ব দিকে পঁচানালার ওপর ওই ব্রিজটি নির্মাণ করে ইস্ট পকিস্তান ওয়াপদা বিগত ষাটের দশকে। যদিও ওই সংস্থাটির এখন আর কোন অস্তিত্ব নেই। এখন সেটি ভেঙে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) এবং বাংলাদেশ পনি উন্নয়ন বোর্ড (পাউবো) নামকরণ হয়েছে। কিন্তু পরবর্তীতে অজ্ঞাত কারণে আর পঁচানালার ব্রিজটির কোন রকম সংস্কারের উদ্যোগ নেয়নি পাউবো। কিন্ত পঁচানালার খনন ও সংস্কার কাজ ঠিকই করেছে পাউবো। ফলে পঁচানালার ওপর নির্মিত ব্রিজটি দীর্ঘদিন মেরামতের ও দেখভালের অভাবে জরাজীর্ণ ও মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। কিন্তু তারপরও ব্রিজটি দিয়ে সকল প্রকার যানবাহন চলাচল অব্যাহত ছিল। ব্রিজটি দিয়ে সৈয়দপুর উপজেলার ৩ নম্বর বাঙ্গালীপুর ইউপি’র মানুষ ছাড়াও পার্শ্ববর্তী রংপুর জেলার বদরগঞ্চ, তারাগঞ্জ ও দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মানুষ ও যানবাহন বাণিজ্যিক শহর সৈয়দপুরে প্রবেশ করে থাকে। ব্রিজটির অবস্থান সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একেবারে সামনে। তাই ব্রিজটি ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ হওয়ায় ওই শিক্ষা প্রতিষ্ঠানটি ও সৈয়দপুর সেনানিবাসের পক্ষ থেকে ব্রিজটির বিষয়ে গত বছর সৈয়দপুর পৌরসভাকে অবহিত করা হয়। পৌরসভা কর্তৃপক্ষ আবার ব্রিজটি পনিঃ নির্মাণের বিষয়ে এলজিইডি নির্বাহী প্রকৌশলী ও সৈয়দপুর উপজেলা প্রকৌশলীর দপ্তরে পত্র দেন। তৎকালীন সৈয়দপুর উপজেলা প্রকৌশলী (বর্তমানে দিনাজপুরের বিরল উপজেলায় কর্মরত) মো. জাকিউর রহমান জানান, ব্রিজটির অবস্থান সৈয়দপুর পৌরসভা এলাকায়। তাই সেটি পনিঃ নির্মাণ কিংবা সংস্কার করা তাদের (এলজিইডি) এখতিয়ারভুক্ত নয় মর্মে চিঠি দিয়ে পৌরসভাকে জানিয়ে দেয়া হয় সে সময়। পরবর্তীতে পৌরসভা কর্তৃপক্ষ আবার সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলীকে ব্রিজটির বিষয়ে অবহিত করে পত্র দেন। আর সে সময় ‘ক্ষতিগস্ত’ ব্রিজ সকল প্রকার যান চলাচল নিষেধ- লেখা একটি সাইনবোর্ড লাগিয়ে দেয়া হয় পৌরসভার পক্ষ থেকে। তবে সে সময় পাউবো সৈয়দপুর বিভাগ থেকে ব্রিজ নির্মাণের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মৌখিক আশ্বাস দেয়া হয়েছিল। এদিকে, পাউবোর একটি সূত্র জানায়, ব্রিজটি নির্মাণের সকল উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এভাবে এলজিইডি, পৌরসভা ও পাউবোর মধ্যে চিঠিপত্র চালাচালির মধ্যে গত বৃহস্পতিবার ভোরে বালু বোঝাই ট্রাকসহ ব্রিজটি নালায় ভেঙে পড়ে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন