শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

কাউখালী (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা
কাউখালীতে বিদ্যুৎ ঘাটতিতে চরম পর্যায়ে। জনসাধারণ দিশেহারা। রমজানে দেখা যাচ্ছে ঠিক মাগরিব ও ইফতারের সময় হলেই বিদ্যুৎ চলে যায়। তারাবি নামাজের সময়ও কয়েকবার বিদ্যুৎ আসা যাওয়া করে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ইজিবাইক, অটোরিক্সার কারণে বিদ্যুৎ অপচয় হচ্ছে। অতিরিক্ত বেটারি চালিত রিক্সা গাড়ী ইজিবাইক মাগরিবের আযানের সাথে সাথে চার্জে বসিয়ে দেয়। সাথে সাথে লোডশেডিং শুরু হয়ে যায়। এশা ও তারাবির নামাজ পড়তে খুব কষ্ট হচ্ছে। বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিভিন্ন অফিস ব্যাংক আদালতে অনেক সমস্যা হচ্ছে। এশার আযানের পর কোন রিক্সা ইজিবাইক চলাচল বন্ধ হয়ে যায়। সেই সময় তারা রিক্সাগুলো চার্জে বসিয়ে দেয়। দুর্ভাগ্য কাউখালীবাসীর লোডশেডিং আরও ক্ষতি হচ্ছে মা বোনেরা তারাও তারাবি পড়তে পারছে না। বিদ্যুৎ অপচয়ের শত্রু ইজিবাইক, অটোরিক্সা ব্যাটারি চালিত রিক্সা। প্রতিদিনই প্রশিক্ষণপ্রাপ্ত ড্রাইভার না থাকায় এসকল ইজি বাইকে ঘটছে দুর্ঘটনা। ইদানীং খুলনা বরিশাল সহ বড় বড় শহর থেকেও অটোরিক্সা বন্ধ করে দিয়েছেন। শুধু বিদ্যুৎ ঘাটতি কমানোর জন্য। ফ্রিজের মাছ মাংস নষ্ট হয়ে যাচ্ছে লোডশেডিংয়ের কারণে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন