শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

চোরাচালান তালিকায় মাছের পোনা

প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা
পাঁচবিবি সীমান্তে ঈদকে সামনে রেখে বেড়ে গেছে চোরাচালান। চোরাচালানের তালিকায় নতুন সংযোগ মাছের পোনা। পাঁচবিবি ঈদকে সামনে রেখে সীমান্ত উন্মুক্ত হওয়ায় প্রতিদিন কোটি কোটি টাকার মালামাল আনা নেওয়া হচ্ছে। উপজেলার কয়া বিওপির চেঁচড়া সীমান্ত দিয়ে প্রতিদিন শত শত সাইকেল বোঝাই করে বিভিন্ন পণ্য্য প্রকাশ্য পাচার করে আনা হচ্ছে। পাচারের তালিকায় যোগ হয়েছে মাছের পোনা। সীমান্ত দিয়ে শাড়ী কাপড়, লেহেঙ্গাঁ, থ্রি-পিস, চিনি, বিভিন্ন কসমেটিক্স, পটকা ইত্যাদি। এছাড়া রাতে অন্ধকারে তারা পাচার হচ্ছে মাছের পোনা আসছে গরু। প্রতিজোড়া গরুতে বিজিবির নামে ৫ হাজার বখরা তোলা হচ্ছে। আর প্রতি ট্রাক মাছের পোনাতে লক্ষাধিত টাকা। আর এ কাজে নেতৃত্ব দিচ্ছে চেঁচড়া গ্রামের সাবু ও ইদু। এছাড়া বিভিন্ন প্রকার মাদকদ্রব্য পাচারে সহায়তা করছে ইদু আর সাবু।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন