পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা
জয়পুরহাট পাঁচবিবি উপজেলার বীরনগর পূর্বপাড়া এলাকায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে দুলাল হোসেন নামে একজন নিহত হয়েছে। গনপিটুনীতে নিহত দুলাল হোসেন জয়পুরহাট সদর উপজেলার হিচমী গ্রামের বাসিন্দা। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কিরন রায় জানান, গত বুধবার ভোর রাতে ৫/৬ জনের এক দল চোর পাঁচবিবি উপজেলার বীরনগর গ্রামের আদিবাসী স্বপন সিংয়ের বাড়ির গোয়াল ঘরে সিঁদ কেটে প্রবেশ করে। এ সময় ওই বাড়ির লোকজনের চিৎকারে লাঠি-সোটা নিয়ে স্থানীয়রা এগিয়ে আসলে অন্য চোররা পালিয়ে গেলেও দুলাল ধরা পরে। পরে উত্তেজিত গ্রামবাসীর গণপিটুনীতে ঘটনাস্থলেই দুলালের মৃত্যু হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন