শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

হাদিসের খিদমতে সৎপুর মাদরাসার ব্যাপক অবদান

আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী

প্রেস বিজ্ঞপ্তি : | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম

ফিকহ শাস্ত্রের চার উসূলের দ্বিতীয় স্তম্ভ রাসূলে পাক (সা.) এর হাদিস। আমাদের পূর্ববর্তী বুযুর্গানে কেরাম যুগে যুগে হাদিস শরীফের খিদমত করে গেছেন। রাসূল (সা.) বুকে ধারণ করে হাদিসের আমানত আমাদের কাছে রেখে গেছেন। এই আমানত যথাযথভাবে এখলাসের সাথে আঞ্জাম দিতে হবে।
বৃহত্তর সিলেট অঞ্চলে যারা হাদিসের খিদমত করে স্মরণীয় তাদের অন্যতম সৎপুর মাদরাসার প্রতিষ্ঠাতা হযরত গোলাম হোসাইন সৎপুরী (র.)। ৫৫ বছর ধরে অব্যাহত তার হাদিসের খিদমত জারী আছে। এখানকার শিক্ষার্থীরা মুসলিম দুনিয়ার প্রায় প্রতিটি দেশে বিভিন্নভাবে দ্বীনের খিদমত করে যাচ্ছেন। তাই হাদিসের খিদমতে দ্বীনের প্রচার-প্রসারে এই মাদরাসার অবদান সর্বজনবিদিত। গত ২৯ জানুয়ারি মাদরাসার ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তালীম-তরবিয়ত প্রদানকালে এসব কথা বলেন।
মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবু জাফর মুহাম্মদ নুমানের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ মাওলানা ছালিক আহমদের পরিচালনায় ওয়াজ মাহফিলে বিশেষ অতিথির বয়ান রাখেন হযরত আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী, সোবহানীঘাট কামিল মাদরাসার প্রিন্সিপাল হযরত মাওলানা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর মুহতারাম সভাপতি হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ মহাসচিব প্রিন্সিপাল মাওলানা একেএম মনোওর আলী, ইকড়ছই আলিম মাদরাসার অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা ছমির উদ্দিন, ফতেহপুর কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মাওলানা আবু আলী সিকন্দর, দারুল হাদিস লতিফিয়া ইউ.কে’র মুহাদ্দিস হযরত মাওলানা নজরুল ইসলাম, সুনামগঞ্জ দ্বীনি মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা আবু তাহির মো. খালিদ ও হযরত মাওলানা মারজান আহমদ চৌধুরী ফুলতলী।
এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, স্কুল অব এক্সলেন্স সিলেট এর প্রিন্সিপাল হযরত মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী, মাওলানা নোমান আহমদ, মাওলানা ছরওয়ার জাহান, জিবি সহ-সভাপতি মাস্টার রইছ উদ্দিন, মাওলানা আব্দুল মুক্তাদির খান, মাওলানা আবু তাহির মো. হুসাইন, মাওলানা আলীনুর, মাওলানা মঈনুল হক, উপাধ্যক্ষ মাওলানা আব্দুস সুবহান, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা আখতার হোসাইন জাহেদ প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন