আর মাত্র কয়েক ঘণ্টা পর ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলবে। ২ হাজার ৪৬৮টি ভোটকেন্দ্র ও ১৪ হাজার ৪৪৫টি কক্ষে ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭ জন ভোটার ভোট দেবেন। তবে মেয়র প্রার্থীরা সবাই সকাল ৮টা থেকে ১০টার মধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানা গেছে।
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মোট ৭৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মেয়র পদে প্রার্থী ১৩ জন, কাউন্সিলর পদে ৭৪৪ জন।
প্রয়র প্রার্থীরা হলেন- ঢাকা উত্তর সিটিতে নৌকা প্রতীকে আওয়ামী লীগের আতিকুল ইসলাম, ধানের শীষ প্রতীকে বিএনপির তাবিথ আউয়াল, বাঘ প্রতীকে পিডিপি’র শাহীন খান, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলে বারী মাসউদ, কাস্তে প্রতীকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাজেদুল হক ও আম প্রতীক নিয়ে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আনিসুর রহমান দেওয়ান।
ঢাকা দক্ষিণে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নৌকা প্রতীকে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস, ধানের শীষ প্রতীকে বিএনপি’র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মোহাম্মদ সাইফুদ্দিন, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবদুর রহমান, ডাব প্রতীক নিয়ে বাংলাদেশ কংগ্রেসের মো. আক্তারুজ্জামান অরফে আয়াতউল্লাহ, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) বাহরানে সুলতান বাহরান এবং মাছ প্রতীক নিয়ে গণফ্রন্টের আবদুস সামাদ সুজন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন রাজধানীর গোপীবাগের শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সকালে ভোট প্রয়োগ করবেন।
অপরদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল সকাল ৮টায় গুলশান-২ মানারাত ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে ভোট দিবেন। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম উত্তরার ৪নং সেক্টরের সওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সকাল ৮টায় ভোট দেবেন। শুক্রবার আতিকুল ইসলামের মিডিয়া সমন্বয়কারী জয়দেব নন্দী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস নৌকা প্রতীকে নিজের ভোট প্রদান করবেন ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে। শেখ ফজলে নূর তাপসের মিডিয়া ও জনসংযোগ সমন্বয়কারী তারেক শিকদার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়াও সিপিবির মনোনীত মেয়র প্রার্থী আহাম্মদ সাজেদুল হক রুবেল মিরপুরে আদর্শ স্কুলে বেলা ১১টায় ভোট দেবেন। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মেয়র পদপ্রার্থী মাওলানা শেখ ফজলে বারী মাসউদ রামপুরা একরামুন্নেছা উচ্চ বিদ্যালয়ে সকাল সাড়ে ৮-৯টার মধ্যে ভোট দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন