শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

বাড্ডায় ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২০, ৩:১৭ পিএম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে রাজধানীর ৪২ নং ওয়ার্ডে সংঘর্ষ আর ধাওয়া-পাল্টা ধাওয়ার মাঝে চলছে ভোটগ্রহণ। ওয়ার্ডের দুটি সেন্টারের সবগুলো কেন্দ্রে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক র‌্যাব পুলিশ আর বিজিবি সদস্য। ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে সার্বক্ষণিক রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। সরকারি দলীয় দুই কাউন্সিলর প্রার্থীর কারণে সেখানে রয়েছে উত্তপ্ত পরিস্থিতি।

জানা যায়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন ৪২নং ওয়ার্ডের বাড্ডার বেরাইদ এলাকায় আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী রয়েছেন জাহাঙ্গীর আলম। অপরদিকে একই এলাকার একই দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়ছেন আইয়ুব আনসার মিন্টু। এই দুই প্রার্থীর কর্মী সমর্থকদের মাঝে সকাল থেকেই ভোট দেয়া নিয়ে চলছিল বাকবিতন্ডা আর ধাওয়া-পাল্টা ধাওয়া। অনেক ভোটারদের কেন্দ্র থেকে বের করে দেয়ারও খবর পাওয়া গেছে। বেলা সাড়ে ১১টার দিকে ঘটনা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন