শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড দিয়ে মিশন এক্সট্রিমের আন্তর্জাতিক বুকিং শুরু

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

শুটিং শেষ হতে না হতেই বছরের বহুল আলোচিত পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা মিশন এক্সট্রিম’র প্রেক্ষাগৃহ বুকিং কার্যক্রম শুরু হয়েছে। তবে দেশের আগেই আন্তর্জাতিক বাজারে সিনেমাটির যাত্রা শুরু হয়েছে। গত সপ্তাহে অস্ট্রেলিয়াভিত্তিক ডিস্ট্রিবিউশন কো¤পানি বঙ্গজ ফিল্মসের সাথে মিশন এক্সট্রিম’র প্রযোজনা সংস্থা কপ ক্রিয়েশনের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি মতে বঙ্গজ ফিল্মস অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড অঞ্চলে মিশন এক্সট্রিম: প্রথম খন্ড ডিস্ট্রিবিউশন করবে। বাংলাদেশের প্রেক্ষাগৃহে আসন্ন ঈদ-উল-ফিতরে সিনেমাটি মুক্তির দুই সপ্তাহ পর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে মুক্তি পাবে। মিশন এক্সট্রিম’র পরিচালক, প্রযোজক ও কাহিনীকার সানী সানোয়ার বলেন, বঙ্গজ ফিল্মস ইতিপূর্বে আমাদের ঢাকা অ্যাটাক সিনেমাটি সফল্যের সাথে ডিস্ট্রিবিউশন করেছে। তাই নতুন সিনেমাতেও তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আরও কয়েকটি দেশে ডিস্ট্রিবিউশনের জন্য বেশকিছু বিদেশী প্রতিষ্ঠানের সাথে আমাদের আলোচনা চলছে। আশা করছি, খুব অল্প সময়ের মধ্যেই বিশ্বব্যাপী ডিস্ট্রিবিউশন তালিকা চ‚ড়ান্ত করতে পারবো। বঙ্গজ ফিল্মের কর্ণধার তানিম মান্নান বলেন, আমরা খুব আনন্দিত যে প্রতিযোগিতামূলক পরিবেশে প্রবাসীদের মাঝে বহুল আলোচিত সিনেমা মিশন এক্সট্রিম’র ডিস্ট্রিবিউশন করার সুযোগ পেয়েছি। বঙ্গজের অপর কর্ণধার সাফিন আজম বলেন, আমরা ইতিমধ্যে ২৮টি সিনেমা ডিস্ট্রিবিউশন করেছি তার মধ্যে ১২টি বাংলাদেশি সিনেমা। উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি মিশন এক্সট্রিম’র দুই পর্বের শুটিং স¤পন্ন হয়েছে। বর্তমানে ডাবিং ও স¤পাদনার টেবিলে আছে এটি। ক্রাইম, থ্রিল, সাসপেন্স এবং অ্যাকশন নির্ভর মৌলিক গল্পের উপর ভিত্তি করে সিনেমাটি যৌথভাবে পরিচালনা করছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। এতে জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়ক আরিফিন শুভ ও নবাগতা জান্নাতুল ফেরদৌস ঐশী। কপ ক্রিয়েশনর ব্যানারে নির্মিত সিনেমাটির দুই পর্বের গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ জাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে। কয়েকজন শিল্পীকে শুধু এক পর্বেই দেখা যাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন