সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বার্সায় ব্রাজিলের ম্যাথিউস

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

তরুণ ডিফেন্সিভ মিডফিল্ডার ম্যাথিউস ফার্নান্দেসকে দলে টানতে পালমেইরাসের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে বার্সেলোনা। তবে এখনই নয়, আগামী ১ জুলাই স্বদেশী ক্লাব ছেড়ে বার্সায় যোগ দেবেন ২১ বছর বয়সী এই ব্রাজিলিয়ান। গতপরশু নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতি দিয়ে স্প্যানিশ পরাশক্তি বার্সেলোনা জানিয়েছে, পাঁচ বছরের চুক্তিতে পালমেইরাস ছেড়ে ন্যু ক্যাম্পে যাচ্ছেন ম্যাথিউস। অর্থাৎ ২০২৪/২৫ মৌসুম পর্যন্ত কাতালানদের হয়ে খেলতে দেখা যাবে তাকে। তবে এ বাবদ লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের গুণতে হচ্ছে ৭ মিলিয়ন ইউরো। পাশাপাশি বিভিন্ন শর্তের কারণে আরও ৩ মিলিয়ন ইউরো খরচ করতে হতে পারে তাদের।

২০১৬ সালে আরেক ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগোর জার্সিতে পেশাদার ফুটবলে অভিষেক হয়েছিল ম্যাথিউসের। দলটির হয়ে ৭৬ ম্যাচে ২ গোল ও ৪ অ্যাসিস্ট করার পর গেল বছর তিনি যোগ দেন পালমেইরাসে। তাদের হয়ে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে ১ গোল করেছেন তিনি। রক্ষণাত্মক দক্ষতার কারণে নজর কেড়ে নেওয়া ম্যাথিউস ব্রাজিল অন‚র্ধ্ব-১৭ ও অন‚র্ধ্ব-২০ দলের হয়ে ২টি করে ম্যাচ খেলেছেন। প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নেওয়ার জন্য সুনাম আছে তার। বার্সেলোনার বর্তমান স্কোয়াডে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে আছেন অভিজ্ঞ সার্জিও বুসকেতস। এই স্প্যানিশ তারকার বয়স এরই মধ্যে ৩১ ছাড়িয়েছে। তাই ২০১০ বিশ্বকাপজয়ী বুসকেতসের দীর্ঘমেয়াদী বিকল্প হিসেবেই ম্যাথিউসকে বেছে নিয়েছে দলটি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন