সাদিক মামুন, কুমিল্লা থেকে
শুক্রবার রাত দশটার পর থেকে কখনো ইলশেগুঁড়ি, কখনো ঝিরিঝিরি বৃষ্টি কুমিল্লার ঈদবাজারের বেচাবিক্রিতে বিঘœ সৃষ্টি করলেও ক্রেতারা কিন্তু ঘরে বসে নেই। গতকাল শনিবার সকালেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল। বৃষ্টি উপেক্ষা করেই ঈদের কেনাকাটায় বেরিয়ে পড়ছেন লোকজন। শিশু পোশাক ঘর, পাঞ্জাবি ও জুতা দোকানে ভিড় বেড়েছে কেনাকাটা ঘিরে। বৃষ্টিভেজা কর্দমাক্ত পথঘাট। তার উপর নগরীর প্রতিটি সড়কে রিকশা, ইজিবাইক ও সিএনজি অটোরিকশার বহর বেড়ে যানজট দুর্ভোগ। এতোসব ঝক্কি ঝামেলার পরও এক শপিং মল থেকে আরেক শপিং মলে ঈদের দিনটি রাঙিয়ে তুলতে পছন্দের শাড়ি, পোশাক, জুতা, কসমেটিকস খুঁজে বেড়াচ্ছেন ক্রেতারা। যে দোকানেই পছন্দ হচ্ছে সেখান থেকেই কেনাকাটা সারছেন ক্রেতারা। ক্রেতারা দরদাম কষাকষি, ঘুরাঘুরি করতে চাইছেন না। শেষ মুহূর্তে এভাবে চলছে ক্রেতাদের উৎসবমুখর কেনাকাটা। কুমিল্লা নগরীর কান্দিরপাড় মনোহরপুরের সাত্তার খান কমপ্লেক্স, খন্দকার হক টাওয়ার, ময়নামতি গোল্ডেন টাওয়ার, সাইবার ট্রেড, নূর মার্কেট, চৌরঙ্গী শপিং সেন্টার, রামঘাট এলাকায় কুমিল্লা টাওয়ার, রেইসকোর্সে ইস্টার্ন এয়াকুব প্লাজা, নিশা সেল টাওয়ার শপিং জোন, পুলিশ কমপ্লেক্স সুপার মার্কেট, রাজগঞ্জ রাজবাড়ি কম্পাউন্ড রোডে হিলটন টাওয়ার, ক্যান্টনমেন্ট এলাকায় ময়নামতি সুপার মার্কেট, পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় হোয়াইট হাউজ শপিং সেন্টারে ঈদের কেনাকাটা জমে উঠছে। বিক্রেতারা আশা করছেন ঈদের যে তিন/চারদিন বাকি রয়েছে তাতে বেচাবিক্রি ব্যাপকহারে জমে উঠবে। কেননা শুক্রবার থেকে ঈদ করতে বাড়ি ফেরত লোকজনের কেনাকাটা শুরু হয়েছে। যা চলবে ঈদের আগের দিন পর্যন্ত। ঈদের কেনাকাটায় এখনো থ্রিপিস কিনছেন তরুণীরা। সাড়ে তিন হাজার থেকে পনের হাজার টাকার মধ্যে মিলছে ভারতীয় ব্র্যান্ডের থ্রিপিস। নগরীর মনোহরপুর নূর মার্কেটের থ্রিপিস কর্ণার রিলেশানের পরিচালক আলী হায়দার কামাল জানান, ‘এবারে ভারতীয় থ্রিপিসের চাহিদা রয়েছে। এবারে তরুণীদের এসব পোশাক সম্পূর্ণ কটনের। এতে নজরকাড়া কারুকাজ রয়েছে’। এদিকে নগরীর নজরুল এভিনিউতে আড়ং শো-রুমে দৃষ্টি নন্দন ডিজাইনের মেয়েদের শাড়ি, থ্রিপিস, ছেলেদের শার্ট, পাঞ্জাবি স্থান পেয়েছে। ঈদের পোশাকের সঙ্গে মিলিয়ে এখানে পাওয়া যাচ্ছে জুয়েলারী, জুতা, ব্যাগসহ ফ্যাশন অনুষঙ্গ। ক্রেতা তার পছন্দের পোশাকের পাশাপাশি প্রয়োজনীয় পণ্য আড়ং থেকে কেনার ব্যবস্থা রয়েছে। অন্যদিকে ঈদের বাজারে রমণীদের পছন্দের বাহারি ডিজাইনের শাড়ির বিপুল সমাহার ঘটেছে নগরীর শাড়ি-কাপড় বিক্রির দোকানগুলোতে। ঈদকে সামনে রেখে এবারও তরুণদের পোশাকে আধুনিকতা এবং ফ্যাশনের ছোঁয়া রয়েছে। ছেলেদের ফ্যাশনসমৃদ্ধ শর্ট শার্ট, দেশি-বিদেশি বিভিন্ন ব্রান্ডের শার্টের মধ্যে আরমানি, ডিএন্ডজি, কিউজি, কোলকটন, নেক্সট, ওয়ানম্যান, ব্রান্ড, প্রিমিয়াম, প্লাস, দ্য ওয়ান কালেকশন, প্যান্টের মধ্যে চায়না ও থাইল্যান্ডের সেমি ন্যারো জিন্স, গ্রেভাডিন এবং বিভিন্ন ব্রান্ডের নানা বাহারি নামে শিশুদের পোশাক বিক্রিও জমে উঠেছে। ঈদ স্পেশাল হিসেবে শিশু পোশাকের নজরকাড়া কালেকশনগুলো শোভা পাচ্ছে ডলের গায়ে। নগরীর সাত্তার খান কমপ্লেক্স শপিং মলের শিশু পোশাক বিক্রির প্রতিষ্ঠান নিউ রিলেশানের পরিচালক আবুল কাশেম বলেন, এবারে শিশুদের পোশাকের ডিজাইনে বৈচিত্র্যতা থাকায় চাহিদাও বেশি। বিদেশি পোশাকের পাশাপাশি দেশিয় ফ্যাশন হাউজের পোশাকেরও চাহিদা কম নয়, আমরা দেশি-বিদেশী দু’ধরনের পোশাকই বিক্রি করছি।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন