বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

নরসিংদীতে আলোচনা সভা

প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইসমাইল নূরপুরী বলেছেন, ইসলামের ইতিহাস সম্পর্কে জ্ঞান অর্জনসহ উপমহাদেশের ঐতিহাসিক রাজনৈতিক প্রেক্ষাপট থেকে ইসলামী ছাত্র মজলিসের নেতা-কর্মীদের শিক্ষা গ্রহণ করতে হবে। ইসলামের সঠিক শিক্ষাই একজন মানুষকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। তিনি ধর্মদ্রোহী তসলিমা নাসরিনবিরোধী আন্দোলন শহীদ আরমানের রুহের মাগফেরাত কামনা করেন। গত বৃহস্পতিবার নরসিংদী শহর এলাকার টাউয়াদী জামেয়া দারুল ইরফান আল-ইসলামীয়া মাদ্রাসা ‘শহীদ আরমান আমাদের চেতনা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্ততায় তিনি এসকল কথা বলেন। আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মোঃ হারুন অর রশিদ। জেলা ইসলামী ছাত্র মজলিসের সভাপতি খালেদ সাইফুল্যাহর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, নরসিংদী জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াছ, সাবেক সেক্রেটারী মাওলানা মুফতি মনিরুজ্জামান, আব্দুল্লাহ আল মামুন, জয়নাল আবেদীন, ওমর ফারুক ও মোঃ ইসমাইল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন